টুইঙ্কল খান্না বেশ অনেকবারই দ্বিধাহীনভাবে স্পষ্ট করেই বলেছেন বলিউড নিয়ে যথেষ্ট হয়েছে, তিনি আর চলচ্চিত্র ফিরছেন না। অভিনয়ে না হলেও চলচ্চিত্রে ফিরছেন অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী। সাবেক অভিনেত্রীটি তার প্রডাকশন হাউস মিসেস ফানিবোন্স মুভিজের ঘোষণা দিয়েছেন। তার প্রতিষ্ঠানের প্রযোজনায় প্রথম চলচ্চিত্রে বলাই বাহুল্য অক্ষয় থাকছেন।
আর. বল্কি পরিচালিত চলচ্চিত্রটিতে প্রধান কয়েকটি ভূমিকায় আরও অভিনয় করবেন সোনম কাপুর এবং রাধিকা আপ্তে, আর একটি বিশেষ ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন। চলচ্চিত্রটির কাহিনীর ধারণা টুইঙ্কলের মাথা থেকেই বেরিয়েছে।
টুইঙ্কলের ধারণা থেকে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য লিখবেন বল্কি। শুটিং শুরু হবে আগামী বছর মার্চ মাসে।
অক্ষয় মজা করে বলেছেন, “সে (টুইঙ্কল) হল প্রযোজক আমি সম্মানীর বিনিময়ে কাজ করব।”
এক সূত্র জানিয়েছে মিসেস ফানিবোন্স মুভিজে বাণিজ্যিকের পাশাপাশি ভিন্নধর্মী চলচ্চিত্রও নির্মাণ করবে।
টুইঙ্কল এর আগে অক্ষয়ের ‘তিস মার খান’, ‘থ্যাঙ্ক ইউ’, ‘পাটিয়ালা হাউস এবং ‘হলিডে : আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ চলচ্চিত্রগুলো সহ-প্রযোজনা করেছেন। তিনি ‘মিসেস ফানিবোন্স’ এবং ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ নামে দুটি বইও লিখেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন