শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রের কাজে এখন মনোযোগ দিচ্ছি বেশি -মিম

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চারটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। চারটির মধ্যে একটি চলচ্চিত্র গত শুক্রবার মুক্তি পেয়েছে। বাকি তিনটি চলচ্চিত্র মুক্তি পাবে আগামী বছর। তিনটি চলচ্চিত্র হচ্ছে তারেক শিকদারের ‘দাগ’, তানিয়া আহমেদ’র ‘ভালোবাসা এমনই হয়’ সৈকত নাসিরের ‘পাষাণ’। আগামী বছর ২৭ জানুয়ারি মুক্তি পাবে মিম অভিনীত ‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রটি। এছাড়া মার্চ মাসে মুক্তি পাবে ‘পাষাণ’ চলচ্চিত্রটি। তবে তারেক শিকদারের ‘দাগ’ কবে মুক্তি পাবে তা নিশ্চিত নয়। চলচ্চিত্রটির গানের শুটিং এখনো বাকি। কক্সবাজারে কিছুদিন আগে চলচ্চিত্রের শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি। নিজের অভিনীত চলচ্চিত্রগুলো নিয়ে মিম বলেন, ‘প্রত্যেকটি চলচ্চিত্রের গল্পে যেমন নতুনত্ব আছে ঠিক তেমনি চরিত্রেও ভিন্নতা আছে। আমি নতুন সবগুলো চলচ্চিত্রে কাজ করে সন্তুষ্ট। সত্যি বলতে কী চলচ্চিত্রের কাজে এখন মনোযোগ দিচ্ছি বেশি। ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমার ধ্যান-জ্ঞান সবকিছুই এখন চলচ্চিত্রকে ঘিরে। গত শুক্রবার মুক্তি পেয়েছে আমি তোমার হতে চাই। এই চলচ্চিত্রটি নিয়েও আমি খুব আশাবাদী। আশাবাদী আমার আগামী চলচ্চিত্রগুলো নিয়েও।’ এদিকে গত ১৪ ডিসেম্বর মিম নাফিজের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির জুস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। মিম’র ভাষায় ‘বিজ্ঞাপনটি অসাধারণ হয়েছে’। তার সাম্প্রতিক দর্শকপ্রিয় বিজ্ঞাপনের মধ্যে রয়েছে লাক্স’র দুটো বিজ্ঞাপন। একটি নির্মাণ করেছেন আইরিন এবং আরেকটি নির্মাণ করেছেন তানভীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rusty ২৫ ডিসেম্বর, ২০১৬, ২:৪২ পিএম says : 0
Walking in the prceense of giants here. Cool thinking all around!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন