শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাপোরোজিয়ায় ৭০০ কমান্ডো পাঠিয়েছে কিয়েভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

সোমবার সোলোভিয়েভ লাইভ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে ‘উই আর টুগেদার উইথ রাশিয়া’ আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ বলেছেন, জাপোরোজিয়া অঞ্চলের কিয়েভ-নিয়ন্ত্রিত অংশে বর্তমানে ৭০০ জনেরও বেশি ইউক্রেনীয় কমান্ডো অবস্থান করছে।

 

‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরকারের নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনীর ৭০০ জনেরও বেশি সেনাকে জাপোরোজিয়া অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এরা ডিনিপার অতিক্রম করতে, আক্রমণকারী বাহিনী অবতরণ করতে এবং বড় শিল্প স্থাপনা দখল করার জন্য প্রশিক্ষিত,’ তিনি বলেন।

 

যাইহোক, রাশিয়ার হামলা ইউক্রেনের সামরিক বাহিনীর এই পরিকল্পনাগুলোকে ব্যাহত করে ‘অস্ত্র, গোলাবারুদ ডিপো, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস করে তাদেরকে ক্রমাগত পঙ্গু করে দিচ্ছে’, আঞ্চলিক কর্মকর্তা বলেছেন।

 

রোগভ এর আগে বলেছিলেন যে, ইউক্রেনীয় সেনাবাহিনী জাপোরোজিয়া অঞ্চলে সংঘর্ষ রেখা বরাবর ওরেখভ এবং গুলিয়ায়পোল শহরের এলাকায় তার যুদ্ধদল তৈরি করে চলেছে। তিনি বলেছিলেন যে, জাপোরোজিয়ে শহরে ইউক্রেনীয় সামরিক হার্ডওয়্যারগুলোর আগমন অব্যাহত রয়েছে যেখান থেকে ‘টি বৃহত্তর পরিমাণে ওরেখভ ও গুলিয়ায়পোল এলাকায় এবং কমেন্সকোয়ে গ্রামে পৌঁছে দেয়া হয়েছে।’ সূত্র: তাস।

জাপোরোজিয়ায় ৭০০ কমান্ডো পাঠিয়েছে কিয়েভ

 

ইনকিলাব ডেস্ক

সোমবার সোলোভিয়েভ লাইভ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে ‘উই আর টুগেদার উইথ রাশিয়া’ আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ বলেছেন, জাপোরোজিয়া অঞ্চলের কিয়েভ-নিয়ন্ত্রিত অংশে বর্তমানে ৭০০ জনেরও বেশি ইউক্রেনীয় কমান্ডো অবস্থান করছে।

‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরকারের নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনীর ৭০০ জনেরও বেশি সেনাকে জাপোরোজিয়া অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এরা ডিনিপার অতিক্রম করতে, আক্রমণকারী বাহিনী অবতরণ করতে এবং বড় শিল্প স্থাপনা দখল করার জন্য প্রশিক্ষিত,’ তিনি বলেন।

যাইহোক, রাশিয়ার হামলা ইউক্রেনের সামরিক বাহিনীর এই পরিকল্পনাগুলোকে ব্যাহত করে ‘অস্ত্র, গোলাবারুদ ডিপো, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস করে তাদেরকে ক্রমাগত পঙ্গু করে দিচ্ছে’, আঞ্চলিক কর্মকর্তা বলেছেন।

 

রোগভ এর আগে বলেছিলেন যে, ইউক্রেনীয় সেনাবাহিনী জাপোরোজিয়া অঞ্চলে সংঘর্ষ রেখা বরাবর ওরেখভ এবং গুলিয়ায়পোল শহরের এলাকায় তার যুদ্ধদল তৈরি করে চলেছে। তিনি বলেছিলেন যে, জাপোরোজিয়ে শহরে ইউক্রেনীয় সামরিক হার্ডওয়্যারগুলোর আগমন অব্যাহত রয়েছে যেখান থেকে ‘টি বৃহত্তর পরিমাণে ওরেখভ ও গুলিয়ায়পোল এলাকায় এবং কমেন্সকোয়ে গ্রামে পৌঁছে দেয়া হয়েছে।’ সূত্র: তাস।

1 Attached Images
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন