২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ৬০ হাজার নতুন সেনা নিয়োগের লক্ষ্যমাত্রায় ১৫ হাজারের ঘাটতি দেখা দিয়েছে। মঙ্গলবার নিয়োগের তত্ত্বাবধানকারীদের অন্যতম মেজর জেনারেল জনি ডেভিস ওয়াশিংটনের থিঙ্ক-ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনে এবথা জানান। চাকরির বাজার কর্মী নিয়োগের জন্য প্রতিযোগিতা, করোনার মহামারীর কারণে স্থূলতার উচ্চ হার এবং শিক্ষা প্রতিষ্ঠানে খারাপ ফলাফল যোগ্য সেনাদের নিয়োগ সঙ্কুচিত করে দিয়েছে। মার্কিন সেনাবাহিনী বলছে যে, মাত্র ৯ শতাংশ যোগ্য প্রার্থী আসলে যোগদান করতে আগ্রহী, যা গত ১৫ বছরের জন্য সর্বনিম্ন হার।
এর জন্য আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহার ও রাজনৈতিক মেরুকরণও আংশিকভাবে দায়ী। মার্কিন সেনাবাহিনী এখন স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে হাত বাড়াচ্ছে এবং বড় যোগদান করলেই বড় মাপের বোনাসের প্রতিশ্রুতি দিচ্ছে। যদি তাদের এই কৌশলটি ব্যর্থ হয়, তবে মার্কিন বাহিনীতে অচিরেই সেনা সঙ্কট ঘটতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন