বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন সংকটের ফলে মার্কিন অস্ত্রের বিক্রি ৪৯ শতাংশ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ৯:৪৭ পিএম

ইউক্রেন সংকটের ফলে সবচেয়ে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অবিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিমাণ তার আগের বছরের তুলনায় প্রায় দেড়গুণ বেড়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ অর্থবছরে (২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বিদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি হয় ৫১.৯ বিলিয়ন মার্কিন ডলারের, যা আগের অর্থবছরের চেয়ে ৪৯.১ শতাংশ বেশি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা বলেন, অনেক দেশ বিশেষ করে মধ্য-ইউরোপীয় দেশগুলো আরও দামী মার্কিন অস্ত্র কিনতে আগ্রহী। ইউক্রেন সংকটের কারণে ভবিষ্যতে মার্কিন অস্ত্রের চাহিদা আরও বাড়বে।

প্রসঙ্গত, ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সম্প্রতি, অন্যান্য অস্ত্রের সাথে ইউক্রেনকে সর্বাধুনিক এমওয়ান আব্রাহাম ট্যাঙ্ক সরবরাহ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: সিআরআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন