শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের প্রস্তুতির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাহিনীটির সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার ওপর ২০২১ সালে ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিল। ফের একই ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। এমন প্রেক্ষাপটে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে সরকার। ‘একতরফা নিষেধাজ্ঞার’ মতো পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৩ সালে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাজের অগ্রাধিকারের যে তালিকা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞার এই প্রসঙ্গটি তার অন্যতম।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ৭টি অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে।
পররাষ্ট্রসচিব চিঠি পাঠানোর এক দিন পর নতুন বছরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক করেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, পররাষ্ট্রসচিবের নির্দেশনার চিঠি ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক দুটোই একসূত্রে গাঁথা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাশ্চাত্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

গত ৩১ ডিসেম্বর নির্দেশনা দিয়ে বিদেশে বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে পাঠানো চিঠিতে মাসুদ বিন মোমেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো গভীর করার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতদের জন্য ২০২৩ সালে করণীয়-সংক্রান্ত ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে, ‘যেকোনো কূটনীতিক মিশনের মৌলিক কাজ হচ্ছে, সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বাড়তি কাজের চাহিদা রয়েছে।’

বাংলাদেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘আমাদের একটি বিশেষায়িত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও তার সিনিয়র কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা-ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরো নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এ জন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে।’

নাম প্রকাশ না করার শর্তে দেশ ও দেশের বাইরে কর্মরত বাংলাদেশি কূটনীতিকেরা সাংবাদিকদের জানান, মার্কিন নিষেধাজ্ঞা সরকারের জন্য অস্বস্তি তৈরি করেছে। নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা রয়েছে। তা ছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ সরকারের জন্য নতুন এক অস্বস্তি সামনে এনেছে। এই প্রেক্ষাপটে ১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা হয়। আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই সভায় অংশগ্রহণ করেন। সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের সব পক্ষ যাতে অভিন্ন সুরে কথা বলে, সে বিষয়টি আলোচিত হয়। রাষ্ট্রদূতদের কাছে পাঠানো পররাষ্ট্রসচিবের চিঠি তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Fred Dom ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ এএম says : 0
অবৈধ সরকারের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া টা একান্তই জরুরি হযে পড়েছে। তবেই শিক্ষা হবে ভোট চোর সরকারের।
Total Reply(0)
Muhammad Jainal Abedin ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ এএম says : 0
জাতিসংঘের অধীনে নির্বাচন দিয়েও কোনো লাভ হবে না,কারণ জাতিসংঘ তৃণমূল পর্যায়ের নির্বাচনি কারচুপি কখনোই রোধ করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যা পুরো দেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে।
Total Reply(0)
Mohammad Wasim ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ এএম says : 0
আকাম না করলে, নিষেধাজ্ঞার ভয় কেন?
Total Reply(0)
Blck Rose Arko ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ এএম says : 0
আওয়ামী সন্ত্রাসীরা পুরো রাষ্ট্রকে পঙ্গু করে তারপর ক্ষমতা ছাড়বে।
Total Reply(0)
Md Shahab ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ এএম says : 0
তার মা‌নে আবা‌রো হয় একতরফা নির্বাচন না হয় জনগ‌নের ভোটা‌ধিকার হর‌নের ষড়যন্ত্র চল‌ছে।
Total Reply(0)
আব্দুল করিম ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ এএম says : 0
ভোট চোর সরকারের সময় শেষ হয়ে আসছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন