শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীনগরে আওয়মী লীগ নেতা খুর্শেদ আলীর ইন্তেকাল

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ৪:২৩ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হস্তিদুর গ্রামের প্রবিন ব্যক্তি শেখ খুর্শেদ আলী মঙ্গলবার বিকাল ৪ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
আজ বুধবার বেলা ১১ টায় হস্তিদুর মাদরাসা মাঠে তার জানাযার নামজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ১ ছেলে ও ৩ মেয়ে স্ত্রী রেখে মারা যান। দিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যজনিত রোগে ভোগছিলেন।
খুর্শেদ মিয়া সারা জীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন।

জানাযার নামাজ পূর্বে আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমানের পরিচালনায় মরহুমের স্মৃতি চারন করেন বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ ছুরাব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, তাজপুর ইউনিয়নের কাজী মাওলানা আবুল কালাম আজাদ, মরহুমের সন্তান শেখ জাহেদ আহমদ। এছাড়া নানা শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন