খুলনায় নির্মাণাধীন একটি ভবণের ৭ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান শ্রমিক মনির হোসেন (১৯)। নগরীর সোনাডাঙ্গা থানাধীন ঋষিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি সোনাডঙ্গা ইউসেফ স্কুল এলাকার আতিয়ারের ছেলে তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে নির্মাণাধীন ভবনের ৭ তলায় কাজ করা অবস্থায় পা পিছলে নিচে পড়ে যান। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন