বাংলাদেশ সিনেস্টার ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ৩ ডিসেম্বর। এ উপলক্ষে এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে ওই দিন সকাল দশটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র ব্যাক্তিত্ব শফি বিক্রমপুরী। অনুষ্ঠান পরিচালনা করবেন সিনেস্টার ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী হায়াৎ। এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) মহাপরিচালক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চিত্রগ্রাহক সমিতির সভাপতি, এডিটর গিল্ডসের সভাপতিসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিনেস্টার ফোরাম একটি স্মরণিকা প্রকাশ করেছে। এতে সংগঠনের সার্বিক কর্যক্রমসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। এ ছাড়া তাদের কার্যক্রমের একটি ফটো অ্যালবামও এ স্মরণিকায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন