মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাবার আক্রোশে নিরাপত্তাহীন শাওন গাজী

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাঁ হাতি স্পিনার সালেহ আহমেদ শাওনকে চিনেছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ক্যারিয়ার সেরা (৫/২৮) বোলিংয়ে আলোচনায় আসা এই বাঁ হাতি স্পিনার ২৮টি ইয়ুথ ওয়ানডে ম্যচে ৪৮ উইকেট শিকার করেও বাবার আক্রোশে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে পটুয়াখালির এই ছেলেটি সিসিএস’র হয়ে ১১ ম্যাচে শিকার করেছেন ১৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২ ম্যাচে ৩০ এবং বরিশাল বিভাগের হয়ে জাতীয় লীগে ৯ উইকেট শিকারী এই বাঁ হাতি স্পিনারের উপার্জিত অর্থ হাতে না পেয়ে বাবা’র প্ররোচনায় বার বার পটুয়াখালীতে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খাচ্ছেন বেধড়ক মার। মা’র সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসার পেতেও বাবার অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না শাওন গাজী। নানা বাড়ি থেকে বেড়ে ওঠা শাওনের উপর কারণে-অকারণে বাবার প্ররোচনায় নির্যাতিত হচ্ছেন শাওন। গত ১৪ ডিসেম্বর ইট-ভাটায় ডেকে নিয়ে ইট দিয়ে আঘাত করেছে একদল সন্ত্রাসী শাওনকে। করেছে বেদম প্রহার। বাবার প্ররোচনায় যে ৫ জন আক্রমণকারীকে চিনে ফেলেছেন শাওন, তাদের ২ জন পটুয়াখালী সদর থানায় গ্রেফতারও হয়েছেন। তারপরও নিরাপত্তাহীনতায় ভুগছেন শাওন। গতকাল মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে মিডিয়াকে সেই নিরাপত্তাহীনতার কথাই জানিয়েছেনÑ‘নানা বাড়িতে থেকেও রক্ষা পাচ্ছি না। আমার জীবন অতিষ্ঠ করে ছেড়েছেন আমার বাবা। টাকা’র জন্য বার বার লোক দিয়ে বাবা আমাকে মারছে। এর আগে উনি ৮ বছর জেল খেটেছেন। তখন ওনাকে দেখতে জেলে যেতাম। কোটেও ওনার সাথে দেখা করেছি। জেল থেকে বের হয়েই আমার উপর আক্রমণ করেছেন। এবারও যদি জেলে যান, সেখান থেকে ছাড়া পেয়ে আমার উপর আবারো আক্রমণ করবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন