গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই পথচারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অশোক কুমার পাল জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহগামী একটি হাইস মাইক্রোবাস ভোগড়া বাইপাস এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে, আহত শ্রমিক মারা গেছেন এমন দাবি করে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকের সড়ক থেকে সরিয়ে দিলে আধ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক মাইক্রোবাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন