শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:০১ পিএম

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেক কেটে, আলোচনা সভা, দোয়া মাহফিল বৃক্ষ রোপণ কর্মসূচী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে পালন করেছেন গাজীপুর সদর উপজেলা যুবলীগ।

গাজীপুর সদর উপজেলা যুবলীগের জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভাওয়াল মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবলীগের আহব্বায়ক সদস্য মেহদী হাসান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সুলাইমান শেখ এবং নুরে আলম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগ সদস্য শাহিদুল ইসলাম, মাসুম, আবীর সোহেল, সারোয়ার, হূমায়ুন কবির সরকার, রিফাত সরকার প্রমুখ।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে সদর উপজেলা যুবলীগ মির্জাপুরে মাদরাসায়ে দারুল আরকাম এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়। মোনাজাত শেষে পাঁচ শতাধিক দোস্ত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন