শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : চসিক মেয়র

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসে একটি বিরল ঘটনা। বাংলার মুক্তিকামী জনতা ১৯৭১ সনে জাতির পিতা মহান বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জাতি অর্থনৈতিকভাবে নতুন করে মুক্তি পেয়েছে। বিজয় দিবস উপলক্ষে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রফিউল হায়দার রফি, আবদুল মান্নান ফেরদৌস, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর শাকুর ফারুকী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান বক্তব্য রাখেন। পরে মেয়র প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন