শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘জেকে ১৯৭১’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৬:০৭ পিএম

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে অংশ নিচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে নির্মিত বাংলাদেশের সিনেমা ‘জেকে ১৯৭১’। খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক ফাখরুল আরেফিন খান।

ফাখরুল আরেফিন খান জানান, ‘‘এরই মধ্যে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতা উৎসবে অংশ নিচ্ছি। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। সেই চেষ্টা আমাদের সার্থক হয়েছে।’’

তিনি আরও জানান, ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’ব-এ দেশ–বিদেশের পরিচালক, সমালোচক থাকবেন, দেশের অনেক দর্শক সিনেমাটি দেখবেন। উৎসবের নন্দন-২ প্রেক্ষাগৃহে ২৬ ও ২৭ ডিসেম্বর সিনেমাটির দুটি শো হবে।

‘জেকে ১৯৭১’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

উল্লেখ্য, ‘জেকে ১৯৭১’ সিনেমাটি ইতিমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন