শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীর্ঘদিন পর একসাথে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর একসাথে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। গ্রামীণফোনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। তৌকীর আহমেদ বলেন, রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে। জাহিদ হাসান বলেন, গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গোছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। পরিচালক গৌতম কৈরী বলেন, ‘কে’ পারিবারিক গল্পের ভিতর দিয়ে একটি রহস্যময় গল্পের ওয়েব সিরিজ। এর গল্পের ভিতরেও গল্প আছে। দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দি করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আশা করি, দর্শকদের ভালো লাগবে। গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, বিনোদনের ক্ষেত্রে বর্তমানে ভোক্তাদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটছে। দর্শকদের চাহিদা অনুযায়ী, প্রত্যাশিত কনটেন্ট তৈরিতে এবং সবাইকে পছন্দের বিষয়ের সাথে কানেক্ট করতে গ্রামীণফোন ও বায়োস্কোপ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিত্যনতুন বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন