সারাদেশে বিএনপির জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার শ্রমিক। বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকার মেঘনা ডিপোর গেইট থেকে প্রতিবাদ মিছিলটি ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট প্রদক্ষিন করেছে। বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন এতে নেতৃত্ব দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা নেকবর আলী মাষ্টার গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও শ্রমিক লীগ নেতা মন্ডল মো. মহিউদ্দিন সানী প্রমুখ। সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক এ.আর মহসিন, শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, কোষাধক্ষ্য সাইফুদ্দিন, জসীমউদ্দিন, নাজির হোসেন, মনোয়ার হোসেন মুন্না, আল-আমিন, মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
এসময় আশরাফ উদ্দিন বলেন, সারাদেশে সমাবেশের নামে একটি দল যা করছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সমাবেশ মিছিল মিটিং ্এর নামে মানুষকে কষ্ট দিচ্ছেন তারা। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবে না বিএনপিকে। প্রশাসনের পাশাপাশি আমরা শ্রমিকরাও মাঠে থাকব তাদের নৈরাজ্যকে রুখে দিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন