শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোক আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল হাসান সুরুজের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় কোতয়ালি থানা ছাত্রদলের আহবায়ক সুলাইমান হোসেন রুবেল, ছাত্রদল নেতা তুষার নাঈম’সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, তারেক রহমানের জন্িরয়তায় সরকার ভীত। এ কারণে আওয়ামীলীগ সরকার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সম্পত্তি ক্রোকের ফরমায়েশি আদেশ জারি করেছে। কিন্তু এসব করে ক্ষমতা ধরে রাখা যাবে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন