রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভারতের আন্তর্জাতিক নাট্য উৎসবে চন্দ্রকলার শেখ সাদী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

ভারতের জাগরী থিয়েটার গ্রæপের এর আমন্ত্রণে আগামী ১৪ ডিসেম্বর শেখ সাদী নাটক মঞ্চায়নের উদ্দেশ্য চন্দ্রকলা থিয়েটার ভারতের মালদহ, রায়গঞ্জ ভ্রমণ করবে। আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করবে পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্ম আশ্রীত নাটক শেখ সাদী। নাটকটি ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। নাটকটি রচনায় অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা ও নাম ভ‚মিকায় একক অভিনয়ে এইচ আর অনিক। নাটকটির কাহিনী এক ঐতিহাসিক মূহুর্তকে ঘিরে। দিল্লীর যুবরাজ মুহম্মদ বুলবনে তার সময়কালে এক বিশ^ কবি সম্মেলনের আয়োজন করেন যেখানে মুখ্য কবি হিসাবে আমন্ত্রণ পান শেখ সাদী। শেখ সাদীর প্রিয় বন্ধু দিল্লীর কবি আমীর খসরু আমন্ত্রণ পত্র রচনা করেন এবং শেখ সাদীর আগমন নিশ্চিত করতে হৃদয়ের অন্তস্থল থেকে আহŸান জানান। রাষ্ট্রীয় সম্মান এবং বন্ধুর আহŸানে উৎফুল্ল শেখ সাদী সম্মানিত এবং আনন্দে আপ্লুত হলেও বার্ধক্যজনিত কারণে বিগত সময়ে একাধিকবার দিল্লী ভ্রমন করলেও সেবার সে আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লী আসতে পারেনি। নাটকটির নেপথ্যে যারা রয়েছেন, এস এম অঙ্গন, গোলাম সারোয়ার, আবুল কালাম, এম এ রহিম, রাফিয়া আক্তার রুনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন