রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগান সীমান্ত বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ৯:১৫ এএম

আফগানিস্তানের সীমান্ত বাহিনীর ছোড়া গুলি এবং ভারি গোলাবর্ষণে পাকিস্তান সীমান্তে অন্তত ৬ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী। সীমান্তের ওপারে এক আফগান সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে।

আফগানিস্তান সীমান্তে কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দু’পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে ঘটনাটিকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা একইভাবে এর জবাব দিয়েছে, তবে তারা অপর পারের সাধারণ নাগরিকদের নিশানা করেনি।

ব্যস্ত আফগান সীমান্ত পারাপার এলাকা চামান। বাণিজ্য এবং ট্রানজিটের জন্য ব্যবহার হয়ে আসছে। এলাকাটি পুনরায় খোলার আগেই কয়েকঘন্টার জন্য বন্ধ করা হয় বলে জানিয়েছেন দুই পক্ষের কর্মকর্তারাই।

গত মাসে আফগান-পাকিস্তানের এই সীমানত এলাকায় একই ধরনের সংঘর্ষের পর ক্রসিংটি কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন