শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আজ বিএনপি কার্যালয় পরিদর্শনে যাবেন কর্নেল অলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:৫৫ এএম

পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি মঙ্গলবার সকাল পৌণে ১১টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাবেন। এসময় তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার রাতে এলডিপির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামলা চালিয়ে বিএনপি কার্যালয় লণ্ডভণ্ড করার ঘটনায় এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন