ঢাকার ধামরাইয়ে যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের অর্থ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক (প্রতিষ্ঠান প্রধান) আলী হায়দার (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালের দিকে গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্কুল-কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার বাদী হয়ে দুইজনকে আসামী করে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মামলার অন্য আসামী আসামি লিটন মিয়ার সহায়তায় প্রধান শিক্ষক আলী হায়দার ২০২২ সালের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে পরিক্ষাসহ অন্যান্য ফি বাবদ ৮ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৬০ টাকা আদায় করেন। এরমধ্যে তিনি ৫ লক্ষ ৭২ হাজার টাকার স্কুলের নামে রিসিট দেখান। এ টাকা থেকে প্রধান শিক্ষক আলী হায়দার মাত্র২ লক্ষ টাকা ব্যাংকে জমা করেছেন। বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন।
শুধু টাকা আত্মসাতই নয় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষক আলী হায়দারকে কয়েক মাস আগে অব্যাহতি প্রদান করা হয় প্রতিষ্ঠান থেকে।
মামলায় আরো উল্লেখ করা হয় স্কুল-কলেজে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। গত সোমবার সন্ধ্যায় ধানতারা বাজারে পাওনাদাররা আলী হায়দারকে গণধোলাই দেন। পরে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
আজ মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার বলেন, প্রতিষ্ঠানের টাকা নিজের কাছে রাখা বা তসরুপ করার কোন পথ নেই। টাকা ব্যাংকে জমা দিবে প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করে খরচ করবে। এই টাকা সে আত্মসাৎ করেছে।
ধামরাই থানার উপ- পরিদর্শক ( এস আই) মফিজুর রহমান মল্লিক বলেন, যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলী হায়দারসহ দুজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের মামলা হয়েছে। সেই মামলায় শিক্ষক কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামি লিটনকে ধরার চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন