শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হ্যারি কেনের ব্যর্থতা নিয়ে যা বললেন হুগো লরিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম

কাতার বিশ্বকাপের শেষ আটে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ড ছিটকে পড়ায় এই হারের দায় সবচেয়ে বেশি নিতে হচ্ছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে। কারণ ম্যাচে দ্বিতীয় পেনাল্টি শটটিতে গোল করতে ব্যর্থ হয়েছেন কেন। কেন তিনি ব্যর্থ হলেন? এ প্রশ্ন এখন সবার।

এ প্রসঙ্গে হ্যারি কেনের ক্লাবের সতীর্থ ফ্রান্স অধিনায়ক হুগো লরিস বলন, ‘প্রথমত আমরা পরস্পরকে খুব ভালোভাবে জানি। দু’জনের খেলাই দু’জনের কাছে নখদর্পনে। তাই পেনাল্টি আমাদের দু’জনের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল। কেন সচরাচর যেভাবে মারে সে ভাবেই মেরেছে। প্রথমটায় গোল করেছে। ওর একটু বাঁ দিকে মারার প্রবণতা রয়েছে। সেটা জানতাম বলেই কিছুটা ডান দিকে সরে গিয়েও দ্বিতীয় বার বাঁ দিকেই ঝাঁপাই। হ্যারি কেনকে চাপে ফেলার জন্যই এটা করেছিলাম। মনে হয় তাতেই একটু চাপে পড়ে যায় সে। তাই জোরে মারতে গিয়ে বাইরে শট মেরে দিয়েছে।’

ফ্রান্স-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল ইংলিশরা। দুই শটই মারতে যান হ্যারি কেন। তবে প্রথমবার সাফল্য পেলেও দ্বিতীয় বার ব্যর্থ হন। ফলে শেষ পর্যন্ত ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। হারের দায় মেনে নিয়ে ম্যাচের পর হ্যারি কেন বলেছিলেন, ‘নিজের প্রস্তুতিতে কখনো ফাঁক রাখি না। দ্বিতীয়বার পেনাল্টি মারতে যাওয়ার সময় আমার অন্যরকম কিছু মনে হয়নি। চাপও অনুভব করিনি। আত্মবিশ্বাসীই ছিলাম। তবু যা করতে চেয়েছিলাম, তা করতে পারিনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন