রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপনির্বাচনে অংশগ্রহণ করবেন হিরো আলম

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

এবার জাতীয় সংসদের উপনির্বাচনে অংশগ্রহণ করবেন হিরো আলম। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান হিরো আলম। হিরো আলম বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। যদি আমাকে লাঙল প্রতীক দেওয়া হয়, তাহলে লাঙল প্রতীকে নির্বাচন করব। আর যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব। উল্লেখ্য, হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে পাননি। ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে সে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নিয়ে হেরে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন