শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুর্ঘটনায় নিহত জনপ্রিয় টিকটক স্টার আলি স্পাইস

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টিকটক স্টার আলি ডুলিন ওরফে আলি স্পাইস। বয়স মাত্র ২১ বছর। তাঁর বন্ধু ইনস্টাগ্রামে এই মৃত্যু সংবাদ পোস্ট করেন। ইনস্টাগ্রামে তিন লেখেন, একটা যন্ত্রণা নিয়ে আপনাদের সকলকে একটি দুঃসংবাদ দিই। জনপ্রিয় টিকটক স্টার এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু আলি ডুলিন মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ও শুধু আমার প্রিয় বন্ধু ছিল না। ও একজন অত্যন্ত প্রতিভাধর শিল্পী। ভালো মনের মানুষ ছিল আলি ডুলিন। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে থাকার সুবাদে ওর ভিতরের মানুষটাকে খুব কাছ থেকে দেখেছিলাম। আমার জীবনকে অনেকটা প্রভাবিত করেছে। যতদিন বেঁচে ছিল, ততদিন ও সকলকে হাসি-খুশিতে ভরিয়ে রেখেছিল। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ওর অসংখ্য গুণমুগ্ধ। সকলের মনে ও চিরকালের জন্য রয়ে যাবে। আলি ডুলিনের অকাল প্রয়াণে শোকে মুহ্যমান তাঁর আরও এক বন্ধু লেইনে ফ্যারেল। ইনস্টাগ্রামে লিখেছেন- সত্যি কথা বলতে কী, ও যে আর নেই সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আলি ডুলিনের মৃত্যুতে শোকে বাক্যহারা তাঁর আরও এক গুণমুগ্ধ। মেয়েকে হারিয়ে বাক্যহারা মা। আলি ডুলিন ইনস্টাগ্রামে শেষবার পোস্ট করেছিলেন গত ৫ ডিসেম্বর। ইনস্টাগ্রামের সেই পোস্ট পড়ার পর নেটপাড়ায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে - মৃত্যু আসন্ন, সেটা বুঝতে পেরেছিলেন আলি ডুলিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন