রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যাপিতজীবনের লুকায়িত গল্পের সিনেমা কাগজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

লেখকের জীবনের আড়ালের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। ২৩ ডিসেম্বর সিনেমাটি দেশজুড়ে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী। নির্মাতা বলেন, এটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হবে। চিত্রনায়ক ইমন বলেন, বীরত্ব সিনেমার পর আমার আরও একটি গল্প নির্ভর সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। অভিনেত্রী মম বলেন, আমার তৃতীয় চলচ্চিত্র এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। সিনেমাটির গল্প থ্রিলার ধাঁচের। দর্শক ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন