বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ন্যানসি

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যানসি। গত মঙ্গলবার ময়মনসিংহ শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি নেত্রকোনায় সকালে গরিবদের হাতে তিনি গরম কাপড় তুলে দেন। এর মধ্যে রয়েছে কম্বল ও চাদর। প্রায় ৫০০ কম্বল ও এক হাজারেরও বেশি চাদর শীতার্তদের মাঝে বিতরণ করেছেন তিনি। ন্যানসি বলেন, মানুষগুলো আমার আশেপাশের। তাদের কাছে এই এক টুকরা কাপড় ও কম্বল যে কতটা আশ্রয়ের স্থান তা তাদের চোখ দেখলে বোঝা যায়। আর আমাদের দেশটা তো গরিবদেরই। তাই গরিব বাঁচলে দেশ বাঁচবে। তিনি বলেন, ধনীদের কাছে বলবো, আপনাদের কাছে একটি দুটো কম্বলের টাকা কিছু নয়। যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি ঋণী। সহযোগিতা করার কথা বলেও যারা পারেননি তাদের বলব, আপনারা নিজ এলাকায় অন্তত এ কাজটি করুন। আমাদের আশেপাশের মানুষকে বাঁচাতে পারলে আমরা ভালো থাকব। উল্লেখ্য, গতবার ন্যানসি নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছিলেন। তবে এবার বেশ কয়েকজন মানুষ তাকে কম্বল দিয়ে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী, ধ্রব গুহ, বিশ্বরঙ-এর বিপ্লব সাহা, একটি টিভি চ্যানেলের কর্মকর্তা জাহাঙ্গীর, পুনম প্রিয়ম ও চট্টগ্রামের রফিকুল ইসলাম। তারা প্রত্যেকেই ২৫ থেকে ৬০টির মতো কম্বল দিয়েছেন। ন্যানসি জানান, শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই জায়গায় বিতরণ করায় এবার সবার সহযোগিতা কামনা করেছিলেন।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন