প্রখ্যাত সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের উদ্যোগে আগামী ১ থেকে ৩ জানুয়ারি অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মধুর মেলা’। মানিকগঞ্জের সিঙ্গাইরের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে ২২তম এই ‘মধুর মেলা’ অনুষ্ঠিত হবে। এই মেলায় গান করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীরা। এতে থাকবে ভাব গান, কবি গান, পালা গান ও খেলার আয়োজন। ১ জানুয়ারি বিকেল তিনটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলশ চৌধুরী, এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিক থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, এমপি। মমতাজ বেগম বলেন, আকাশ সংস্কৃতির কারণে বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য লোকজ গান, ক্ষুদ্র ও কটির শিল্প আগ্রাসনের শিকার। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে ও আবেগে ধারন করে লালন করা একান্ত প্রয়োজন। সেই উপলদ্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক আলহাজ্ব মধু বয়াতির স্মরণে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছি মধুর মেলা। প্রতি বছরের মতো এ বছরও বর্ণাঢ্য আয়োজনে ‘মধুর মেলা’ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ১ জানুয়ারি রাত দশটা থেকে সারা রাতব্যাপী পালা গান করবেন লতিফ সরকার ও মুক্তা সরকার। ২ জানুয়ারি রাত ১০ টা থেকে সারারাত পালা গান করবেন মানিক দেওয়ান ও রুমা সরকার। ৩ জানুয়ারি রাত ১০টা থেকে সারারাত গান করবেন কলকাতার বিখ্যাত কবিয়াল সুমন সরকার ও বিকাশ সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন