সরকার পতনের লক্ষে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে গণ মিছিল করবে বিএনপি। বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হবে। তবে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টন এলাকায় জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নয়া পল্টন এলাকা।
তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি এবং সরকারের পদত্যাগের দাবি সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন