রিয়েলিটি শো ‘আরটিভি ইয়াং স্টার’ বাংলাদেশে ব্যাপক সাফল্য পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করেছে। বাংলার গায়েন ইউএসএ-এর ব্যাপক সাফল্যের পর ‘ইয়াং স্টার ইউএস’র- এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, বাংলা গানের সোনালী ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে গানকে তুলে ধরতে আরটিভি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, ইউএসএতেও এমন অনেক বাংলাপ্রেমী রয়েছেন যারা প্রাণখুলে বাংলা গান গাইতে ভালোবাসেন। গানের মাঝে নিজেকে প্রমাণ করতে চান। তাদের জন্য আরটিভির এ আয়োজন। বাংলার গায়েন, ইয়াংস্টারসহ আমাদের প্রতিযোগিতাগুলোতে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছে তারাই আমাদের ফোক স্টেশন, মিউজিক স্টেশন, ফোক স্টুডিওসহ বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করার সুযোগ পাচ্ছে। আমাদের বিভিন্ন ইভেন্টে তারা অংশ নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে তাদের জন্য তৈরি হচ্ছে সুনাম ও অর্জন। অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু বলেন, আরটিভি সবসময় গানের প্রতি বিশেষ যত্নশীল। আরটিভির গানের প্রতিযোগিতাগুলোর মধ্যদিয়ে আমরা অনেক শিল্পীতে মানুষের সামনে আনতে পেরেছি যারা এখন বাংলা গানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আমাদের এ প্রচেষ্টা বিশ্বময় ছড়িয়ে দিতেই এই আয়োজন। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনারা আগ্রহী সবাই রেজিস্টেশন করতে পারবেন কারণ এর জন্য কোন বয়সসীমা নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন