রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রেবেকা সুলতানা সভাপতি ও জাকির হোসেন সম্পাদক পুণ্য প্যানেল বিজয়

কুমিল্লার মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

মুরাদনগর উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা পরিষদের কাজী নজরুল মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে রোববার সকালে ফলাফল ঘোষনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়া। নিবাচর্নে সভাপতি পদে ২৩০ ভোট ও সাধারণ সম্পাদক পদে ৬৫৮ ভোট বেশী পেয়ে জয়লাভ করেন ৩নং ব্যালটের রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ। ৩নং ব্যালটের সভাপতি প্রার্থী রেবেকা সুলতানার প্রাপ্ত ভোট ৬৮৫ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের প্রাপ্ত ভোট ৮৭৬। অপরদিকে ৩নং ব্যলটের প্রতিদ্বন্দ্বি ১নং ব্যালটের সভাপতি প্রার্থী আবু কাউছার ভূঁইয়ার প্রাপ্ত ভোট ৪৫৫ ও সাধারণ সম্পাদক প্রার্থী বজলুল হকের প্রাপ্ত ভোট ২১৮। ১নং ব্যালট আবু কাউসার ভূঁইয়া ও বজলুল হক পরিষদের ৩৯টি পদে মোট প্রাপ্ত ভোট ১০হাজার ৩৯৫, ২নং ব্যালট জাকির হোসেন ১টি পদে প্রাপ্ত ভোট ৩, অপরদিকে ৩নং ব্যালট রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ ৩৯টি পদে মোট প্রাপ্ত ভোট ৩১হাজার ৮৯১।সভাপতি পদে বিজয়ী রেবেকা সুলতানা বলেন, জয়ের ব্যপারে বেশ আশাবাদী ছিলাম। আমাকে ভোট দিয়ে যারা শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনে দেওয়া আমার সকল প্রতিশ্রুতি এ উপজেলার সকল শিক্ষকদের নিয়ে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। উল্লেখ্য. আসন্ন এ শিক্ষক নির্বাচনে এ উপজেলার ২০৪ টি বিদ্যালয়ের ১২২৫জন ভোটার ছিলেন এরমধ্যে ১১৪০জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন