আজ ১ জানুয়ারি'২৩ আনুমানিক রাত ২ টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া থানা পাড়ায় রোহান হোসেন (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ঐ এলাকারই কৃষক মিন্নু হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল রাতে ঐ এলাকায় থার্টি-ফাস্ট উপলক্ষে ভিন্ন ভিন্ন ভাবে তিনটি গ্রুপে কিশোর ও তরুণরা পিকনিকের আয়োজন করে। আয়োজকদের সাউন্ডবক্স ভাড়া করার ব্যাপারে রোহান মধ্যস্ততা করে।
এক পর্যায়ে একটি গ্রুপের সাউন্ডবক্স নষ্ট হয়ে গেলে তারা সাউন্ডবক্সের মালিককে সচল করতে বলে। কিন্তু তাৎক্ষণিকভাবে সচল করা সম্ভব হয়না। এতে তারা মনোক্ষুণ্ণ হয়। পরে মধ্যস্ততাকারী রোহানের ওপরে তারা চাপ সৃষ্টি করে। একই মালিকের বক্স হওয়ায় অন্য গ্রুপের কাছ থেকে একটি বক্স তারা দিতে বলে। এই নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। এই পরিস্থিতি লক্ষ্য করে রোহান ঘটনাস্থল থেকে বাড়িতে চলে আসে। এরপর সে অসুস্থ্য হয়ে মুখ দিয়ে ফেনা উঠতে থাকে। এই পরিস্থিতি দেখে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু ঘটে।
মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রোহানকে মারধর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন, সুরতহালের সময় তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। রোহানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন