শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে আন্দোলন করবে: আনিসুর রহমান তালুকদার খোকন

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৩:২৬ পিএম

‘তত্তবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। যদি তারা এক তরফা নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির নেতা-কর্মীরা জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন করবে। এ বছর বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।’ সোমবার দুপুরে মাদারীপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন একথা বলেন।
প্রধান অতিথি হিসেবে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ঢাকায় এখন যে কোন আন্দোলনে ৫ লাখের বেশি জনগন অংশ নেই। আগামীতে এই সংখ্যা দ্বিগুন-তিনগুন হবে। এতে বোঝা যায়, এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আর বেশি দিন টিকে থাকতে পারবে না। সরকারের অধীনে কোন নির্বাচন আর হবে না, যা হবে সেটা তত্ত¡াবধায়ক সরকারের অধীনে হবে। প্রয়োজনে আমাদের নেতা-কর্মীরা জীবন দিতেও প্রস্তুত।’
মাদারীপুরের কুলপদ্দি চৌরাস্তা থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদ¶িন করে ডিসির ব্রীজের কাছে শেষ হয়। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক বেপারী, জেলা ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাইদুর রানা, মো. ফয়সাল, নূরে আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রী বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। হামলা-মামলা দিয়ে লাভ নেই রাজপথে ছিলাম, আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাদের মুক্তি চাই।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন