শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাজী হায়াৎকে শুভেচ্ছা ও অভিনন্দন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট পরিচালক কাজী হায়াৎকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সিনেস্টার ফোরাম। এক অভিনন্দন বার্তায় সিনে স্টার ফোরামের সভাপতি প্রবীন চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী ও সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মৌসুমী কাজী হায়াৎসহ নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত পরিচালক সমিতির নির্বাচনে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট। উল্লেখ্য, কাজী হায়াৎ বাংলাদেশ সিনেস্টার ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে সিনেস্টার ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন