বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে কাহিনীচিত্র ক্যাপ্টেন কামাল

রিয়েল তন্ময় | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে কাহিনীচিত্র ‘ক্যাপ্টেন কামাল’। সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। ৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে অভিনয় করবেন তাহমিনা অথৈ। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন। শামীম আহমেদ রনি বলেন, একজন নায়ককে নায়কের মর্যাদা দেয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করছি। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে। এদিকে গত ১ জানুয়ারি চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন। শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল। ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত। নির্মাতা জানান, কাহিনীচিত্রটি নির্মাণ শেষে আরটিভিতে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন