শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ সেনার উপর হামলায় ব্যবহৃত ইউক্রেনীয় এমএলআরএস ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম

রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের প্রথম উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সের্গেই সেভরিউকভ সাংবাদিকদের বলেছেন, মাকেয়েভকাতে আক্রমণকারী ইউক্রেনীয় সেনাবাহিনীর মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) পাল্টা গুলি চালিয়ে রুশ সশস্ত্র বাহিনী ধ্বংস করেছে।

জেনারেল বলেন, ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যেটি ব্যবহার করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী মেকেয়েভকাকে গোলাবর্ষণ করেছিল, পাল্টা গোলাগুলিতে ধ্বংস হয়ে গেছে।’

ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের দ্রুজকোভকা রেলওয়ে স্টেশন এলাকায় মেটেরিয়ালের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার ফলে, চারটি হিমারস লঞ্চার, চারটি আরএম-৭০ এমএলআরএস ইউনিট, ৮০০ টিরও বেশি রকেট প্রজেক্টাইল এবং আটটি যানবাহন ধ্বংস হয়েছিল এবং দুই শতাধিক ইউক্রেনীয় জাতীয়তাবাদী এবং বিদেশী ভাড়াটে নিহত হয়েছে, সেভরিউকভ বলেছেন।

‘এছাড়াও, মাসলোভকা এলাকায় ইউক্রেনের বিদেশী ভাড়াটে সেনার একটি ইউনিটের একটি অস্থায়ী স্থাপনায় আঘাত করা হয়েছিল, যেখানে ১৩০ জনেরও বেশি বিদেশী ভাড়াটে সৈন্য নিহত হয়েছে,’ তিনি যোগ করেছেন। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nazmul Haque ৫ জানুয়ারি, ২০২৩, ৮:০৮ পিএম says : 0
GOOD
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন