শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তেলুগু ফিল্মে অভিষেক দীপিকা পাডুকোনের

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম দিয়ে বলিউডে হাতেখড়ি অভিনেত্রী দীপিকা পাডুকোনের । এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন দীপিকা পাডুকোন। ৫ জানুয়ারি রণবীর ঘরণী ৩৭ তম জন্মদিন সেলিব্রেট করছেন। তাঁর জীবনের এই বিশেষ দিনে আগামী ছবি ‘পাঠান’ থেকে সেন্সর বোর্ড একাধিক দৃশ্য, সংলাপ বাদ দিয়ে সিনেমাকে ইউএ সার্টিফিকেট দিয়েছে। একদিকে যখন পাঠান বিতর্কে জর্জরিত দীপিকা তখন অন্যদিকে প্রকাশ্যে এল বার্থডে গার্লের তেলুগু ডেবিউ ‘প্রোজেক্ট কে’-এর ফার্স্ট লুক। তেলুগু ভার্শনের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি। ‘পদ্মাবত’, ‘ছাপাক’সহ একাধিক ছবিতে দীপিকার পাওয়ারফুল পারফরম্যান্স মন জয় করে নিয়েছিল দর্শকের। এবার তেলুগু ইন্ডাস্ট্রি দেখবে দীপিকা ম্যাজিক। চলতি বছরে ৩৮ তম জন্মদিন সেলিব্রেট করছেন গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোন। অভিনেত্রীর জন্মদিনের শুভ মুহূর্তে ‘প্রোজেক্ট কে’ ছবির প্রযোজনা সংস্থার তরফে ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হল। টিম ‘প্রোজেক্ট কে’-এর তরফে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ব্যাকগ্রাউন্ডে সূর্যের সঙ্গে দীপিকার একটা অবয়ব। আর ক্যাপশনে লেখা, 'আ হোপ ইন ডার্ক' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অন্ধকারের মধ্যেও আলোর দিশা। ২০২১- এ প্রোজেক্ট কে ছবিতে দীপিকার সহ অভিনেতা প্রভাস তাঁর ইনস্টা হ্যান্ডলে গুরু পূর্ণিমার দিন শুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, এই গুরু পূর্ণিমায় ভারতীয় সিনেমার গুরুকে জানাই প্রণাম। শুরু হল ‘প্রোজেক্ট কে’-এর শুটিং।' এই ছবির হাত ধরে তেলুগু ছবিতে শুধু দীপিকার হাতেখড়ি হল এমনটা নয়, টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও প্রথমবার দেখা যাবে দক্ষিণী ছবিতে। দক্ষিণী পরিচালক নাগ আশ্বিনের আগামী ছবি ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে বলিউড ও টলিউডের শীর্ষ দুই তারকাকে। ‘প্রোজেক্ট কে’তে কোন চরিত্রে দীপিকা বা শাশ্বত অভিনয় করছেন সেই বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ‘প্রোজেক্ট কে’তে রয়েছে আরও একটি বিরাট চমক। এই ছবিতে প্রভাস-শাশ্বত আর দীপিকার মতো হেভিওয়েট তারকার সঙ্গে বিগ স্ক্রিনে বাজিমাত করতে থাকছেন বলিউডের শাহেনশাও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন