শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিজয় দিবস খো খো’র চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম

বিজয় দিবস মহিলা খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার হিম শীতের সকালে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত ফাইনালে আনসার ২০-৮ পয়েন্টে প্রেসিডেন্ট একাদশ দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি এমপি। এ সময় খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল ও বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন হয়ে রায়হান উদ্দিন ফকির বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পর যতগুলো প্রতিযোগিতা হয়েছে, সবগুলোতেই চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে আনসার। এই দলগুলো থেকে বাছাই করে আমরা পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক মানের সেরা দল গড়ে তুলবো।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন