সবাই জানে শ্রদ্ধা কাপুর বলিউডে নবাগত নন। তার বাবা, মা, দুই খালা আর ভাই অভিনেতা। ‘তিন পাত্তি’ চলচ্চিত্র দিয়ে ছয় বছর আগে অভিষেকের পর নিজেও একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তার অনুভব হলে প্রতিটি চলচ্চিত্র থেকে শিল্পী নতুন কিছু শেখে এবং তার দক্ষতার উন্মেষ ঘটে।
বলিউডের এক সময়কার নামি ভিলেন শক্তি কাপুরের সন্তানদের মধ্যে বড় শ্রদ্ধা এ যাবত অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, আদিত্য কাপুর এবং টাইগার শ্রফের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। আর তাদের বিপরীতে বাছাই হবার জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
তিনি একটি দৈনিককে বলেছেন, “এই অভিনেতাদের সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। তারা যে স্বকীয় ধারায় অভিনয় করেন তা অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করেই কিছু না কিছু শিখেছি। খুব ভালও লেগেছে।”
তিনি আরও জানান এখনও তার শেখার অনেক আছে। তিনি বলেন, “আমার মনে হয় প্রতিটি ফিল্মই শিল্পীর জন্য অভিষেকের মত। প্রতিটি ফিল্মেই সমৃদ্ধ হওয়া আর শেখা যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। দেখা হয় এমন প্রতিটি মানুষের কাছ থেকেই শেখা যায়।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন