শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রযোজক হয়ে চলচ্চিত্রে ফিরছেন শাবানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা সিনেমার সাথে আবার যুক্ত হবেন। স্বপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী এই নায়িকা মাঝে মাঝে দেশে এলেও এ নিয়ে তেমন কিছু বলেননি। তবে তার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক এবার জানিয়েছেন, তারা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটি হবে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায়। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এটি পরিচালনা করতে পারেন কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। নায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। যদিও এর কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। ওয়াহিদ সাদিক জানিয়েছেন, ১৬ জানুয়ারি তিনি কলকাতা যাবেন। সেখানে পরিচালক রাজীবের সাথে চূড়ান্ত কথা বলবেন। তিনি জানান, গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই কাজল বা বিদ্যা বালানের কথা ভাবছি। সবকিছু চূড়ান্ত হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেব। সিনেমার শুটিং হবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সিনেমায় অভিনয় করবেন। তবে শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবে থাকবেন। এ বছরই সিনেমাটির শুটিং শুরু করব এবং মুক্তি দেয়ার চেষ্টা করব। উল্লেখ্য, শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালে অজানা কারণে চলচ্চিত্র ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন