সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন চিত্রনায়ক ফারুক। কয়েক দিন আগে তার স্ত্রী ফারহানা ফারুকের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়, অর্থ সংকটের কারণে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় ফারুক দেশে ফিরতে পারছেন না। তবে তিনি বিষয়টি অস্বীকার করে বলেছেন, হাসপাতালের বিল দিতে পারছি না, এ কথা একদমই ঠিক নয়। এমন কথা যেন না লেখা হয়। তিনি ফারুকের সিঙ্গাপুরে অবস্থান করার ব্যাখ্যা দিয়ে বলেন, ফারুক ডাক্তার লাই-এর অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি একমাস সিঙ্গাপুরের বাইরে ছিলেন। দুদিন আগে সিঙ্গাপুর ফিরেছেন। তাই তার পরামর্শ ছাড়া এখান থেকে ছাড়পত্র নেব না। ডাক্তার বলেছেন, ফারুক এখন পুরোপুরি সুস্থ। তাই আমরা আগামী ফেব্রুয়ারির মাঝামঝি দেশে ফিরবো ইনশাল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এখানে ফারুকের চিকিৎসা করা হচ্ছে। এই হাসপাতালের চিকিৎসা খরচ অনেক বেশি। এজন্য আমরা আমাদের স¤পত্তি বিক্রি করেছি। ফ্ল্যাট ও জমি ছাড়া ব্যাংকের টাকাও খরচ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারুকের চিকিৎসার জন্য ১লাখ ডলার দিয়েছিলেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। এখন আমরা পারিবারিকভাবে হাসপাতালের যাবতীয় বিল পরিশোধ করছি। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টাকা যোগাড় করে আনতে গেলে সময় লাগে। তার মানে এমনটি নয়, আমরা বিল পরিশোধ করতে পারছি না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন