শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণঅবস্থান কর্মসূচি অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৩৯ এএম

গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে জমায়েত হচ্ছে দলটির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় কাকরাইল মোড়সহ আশেপাশের এলাকায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের ছাঁটাই বিছানো হয়েছে। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক বা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। উপস্থিতি হবে অনেক।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালন করবে বিএনপি ও এর মিত্রর দলগুলো।
রাজধানীর নয়াপল্টনে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করার কথা রয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
বিএনপির ঢাকা বিভাগের (নয়াপল্টন) গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বিশেষ অতিথি হিসাবে মির্জা আব্বাসের ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বাকী ৯টি সাংগঠনিক বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে সমমনা অন্য রাজনৈতিক দল ও সংগঠন শুধু ঢাকায় এ কর্মসূচি পালন করবে। তারা রাজধানী ঢাকায় ৬ স্থানে গণঅবস্থান করবে। গণঅবস্থান কর্মসূচি থেকে বিদ্যুতের দাম কমানোর দাবিতে ১৬ জানুয়ারিতে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। এছাড়া একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারিতেও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে জানান, ওয়ান-ইলেভেনের এ দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালন করবে। দেশের সব মহানগরী শাখায় আলোচনা সভা হবে।
যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল গণমিছিল। বিএনপিসহ গণমিছিল কর্মসূচি পালন করে সাত দলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, কর্নেল (অব.) ড. অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জামায়াতে ইসলামী। এসব দল ও জোটের পাশাপাশি এবার গণঅবস্থান কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্য, মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, বাংলাদেশ জাস্টিস পার্টি, জাতীয়তাবাদী চালকদলসহ ১৫টি সংগঠন।
বিএনপি ছাড়া একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান করার কথা রেছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ, পূর্ব পান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন মোড়ে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেস ক্লাবের সামনে (পূর্ব প্রান্তে) চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য এবং আরামবাগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মোস্তফা মহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মামলা-হামলা ও আদালতের রায়ের মাধ্যমে আন্দোলনকে দমিয়ে রাখতে চায় সরকার। কিন্তু জনগণ সরকারের এ সব ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। এর চূড়ান্ত পরিণতি না দেখে তারা ঘরে ফিরবে না।’
তিনি বলেন, ‘সরকার পতনসহ আমরা ১০ দফা দাবি দিয়েছি। তাতে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিয়ে রাজপথে পৃথকভাবে কর্মসূচি পালন করছে। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও চায় এ সরকারের পতন। সে লক্ষ্যে তারা আমাদের কর্মসূচিতে অংশও নিচ্ছে। আশা করি, গণঅবস্থান কর্মসূচিতেও সবাই অংশ নেবে।’

সিলেটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ফরিদপুরে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান। এছাড়াও কেন্দ্র গঠিত সমন্বয় টিমের দল নেতা, সমন্বয়কারী, সমন্বয় সহযোগীসহ বিভাগের অন্তর্গত জেলাগুলোর অধিবাসী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সদস্য, জেলা, উপজেলা ও মহানগরসহ অন্যান্য নেতারা নিজ নিজ বিভাগীয় সদরের কর্মসূচিতে অংশ নেবেন।

৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওইদিন গণঅবস্থানের একই কর্মসূচি ঘোষণা করে সমমনা দলগুলোও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন