শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

­­­­­বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও স্বদেশ প্রত্যাবর্তন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৫:৪৫ পিএম

জাতীয় বিশ^বিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১৫ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। জাতীয় বিশ^বিদ্যালয়ের আওতাধীন অনার্স, মাস্টার্স ও ডিগ্রি কলেজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৮০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনি ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণার্থীদের পড়িয়েছেন। এ দিন বিকালের সেশনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবু মো. দেলোয়ার হোসেন। তিনি ‘বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, বিচার, মুক্তি এবং স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণার্থীদের পড়িয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন