গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে, নবগঠিত মুক্তিযুদ্ধ ক্লাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন