বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘১৫০ জনের সামনে ক্ষমা চেয়েছিলেন মোদি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৮:১০ পিএম

কৃষকদের প্রতিবাদে সাহায্য করার ‘অপরাধে’ তাকে আমেরিকায় নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল ভারতের মোদি সরকার। দু’বছর পরে প্রবাসী ভারতীয় সম্মান পেলেন ব্যবসায়ী দর্শন ঢালিওয়াল। এই সম্মান পাওয়ার পরেই একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১৫০ জনের সামনে আমার কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের বাসভবনে দর্শনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, বড় ভুল করে ফেলেছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে কৃষক বিক্ষোভের সময়ে সবচেয়ে বড় লঙ্গরের আয়োজন করেছিলেন দর্শন। তার জেরেই তাকে আমেরিকায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়।

মঙ্গলবারই দর্শন ঢালিওয়ালকে প্রবাসী ভারতীয় সম্মান দেয়া হয়। ব্যবসা ও সামাজিক উন্নয়নের জন্য তার বিপুল অবদানকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান তুলে দেয়া হয় মার্কিন বাসিন্দা ভারতীয় ব্যবসায়ীকে। প্রবাসী ভারতীয়দের জন্য এটাই সর্বোচ্চ সম্মান। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সরব হন বিপুল সংখ্যক কৃষক। সেই সময়ে প্রতিবাদীদের জন্য লঙ্গরখানার ব্যবস্থা করেন দর্শন। ২০২১ সালের ২৪ অক্টোবর দিল্লি বিমানবন্দর থেকেই আমেরিকায় ফেরত পাঠিয়ে দেয়া হয় তাকে।

প্রবাসী ভারতীয় সম্মান পেয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন দর্শন ঢালিওয়াল। সেখানেই বলেন, ২০২২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তার। নিজের বাসভবনেই শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন মোদি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও। সেখানেই ১৫০ জন অতিথির সামনে দর্শনের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী। স্বীকার করে নেন, দর্শনকে নির্বাসনে পাঠানো তার বড় ভুল ছিল।

প্রবাসী ভারতীয় ব্যবসায়ী বলেছেন, “দিল্লি বিমানবন্দরে আমার সামনে দু’টো রাস্তা ছিল। কৃষকদের জন্য লঙ্গর বন্ধ করতে হবে, নয়তো ফিরে যেতে হবে। তবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমার কোনও সমস্যা ছিল না। এখনও সেই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই।” তবে ১৫০ জনের সামনে প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, “আপনাকে ফিরিয়ে দিয়ে আমরা বিশাল বড় ভুল করেছি। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আবার ভারতে এসেছেন, সেটা আপনার মহানুভবতা।” তবে প্রবাসী ভারতীয় সম্মান পেয়ে তিনি উচ্ছ্বসিত, সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন দর্শন। সূত্র: টাইমস নাউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন