চট্টগ্রাম ব্যুরো : শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন। এবারের প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে আট দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ১১টি ইভেন্ট শেষে ৪টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতে হেডকোয়ার্টার (পশ্চিম) রাজশাহী শীর্ষস্থানে রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মকবুল আহাম্মদ, প্রধান প্রকৌশলী (পূর্ব) শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে হেডকোয়ার্টার (পশ্চিম), লালমনিরহাট, পাহাড়তলী, সৈয়দপুর, হেডকোয়ার্টার (পূর্ব), ঢাকা, পাকশী ও চট্টগ্রাম। আজ প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন।
চট্টগ্রাম ব্যুরো : শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন। এবারের প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে আট দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ১১টি ইভেন্ট শেষে ৪টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতে হেডকোয়ার্টার (পশ্চিম) রাজশাহী শীর্ষস্থানে রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মকবুল আহাম্মদ, প্রধান প্রকৌশলী (পূর্ব) শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে হেডকোয়ার্টার (পশ্চিম), লালমনিরহাট, পাহাড়তলী, সৈয়দপুর, হেডকোয়ার্টার (পূর্ব), ঢাকা, পাকশী ও চট্টগ্রাম। আজ প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন