শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিশেষ অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে: পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:১০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের গতিশীলতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

‘মস্কো’ অনুষ্ঠানের জন্য রসিয়া-১ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন যে, রাশিয়ান যোদ্ধারা আবারও তাদের কাজের ফলাফল দিয়ে সবাইকে খুশি করবে।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ‘গতিশীলতা ইতিবাচক। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের পরিকল্পনার মধ্যে সবকিছুই বিকশিত হচ্ছে। এবং আমি আশা করি আমাদের যোদ্ধারা তাদের যুদ্ধ কাজের ফলাফল দিয়ে আমাদের আরও একবার খুশি করবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শুক্রবার বলেছেন যে, রুশ সৈন্যরা ১২ জানুয়ারী সন্ধ্যায় সোলেডারকে মুক্ত করেছে। তিনি বলেছিলেন যে, সোলেডারের উপর পূর্ণ নিয়ন্ত্রণের ফলে আর্টিওমভস্কে ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ রুট বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা ইউক্রেনে বাখমুত নামে পরিচিত। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন