শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ স্থগিত আইনে স্বাক্ষর করলেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৮:৫৫ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ স্থগিত আইনে স্বাক্ষর করেছেন।

আইনটি গতকাল থেকে কার্যকর হওয়ার ফলে চুক্তিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ২১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন মস্কোতে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার সময় ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্র ২০১০ সালে ১০ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষর এবং ২০১১ সাল থেকে কার্যকর করেছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এটি ছিল দু’দেশের মধ্যে একমাত্র সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন