বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘ইউক্রেনে পাঠানো ন্যাটোর ট্যাঙ্কগুলো বাতিল লোহায় পরিণত হবে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম

ন্যাটো দ্বারা ইউক্রেনে পাঠানো ট্যাঙ্কগুলো ডনবাসের মাটিতে বাতিল লোহায় পরিণত হবে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের সামরিক-রাজনৈতিক বিশেষজ্ঞ ইয়ান গ্যাগিন সোমবার বলেছেন। ‘এগুলি সবই ডনবাসের মাটিতে স্ক্র্যাপ ধাতু হিসাবে বা ট্রফি হিসাবে থাকবে,’ বিশেষজ্ঞ বলেছেন।

গ্যাগিনের মতে, ইউক্রেনে পাঠানো পশ্চিমা যানবাহনগুলো বেশিরভাগই ব্যবহৃত হয়, তবে অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ তাদের গুণমানকে গুরুতরভাবে প্রভাবিত করে। ‘আমাদের বাহিনী সব ধরনের সাঁজোয়া যান সফলভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে। আমরা বলতে পারি না যে, (জার্মান-নির্মিত) লেপার্ড ট্যাঙ্কগুলো টি-৮০এস বা টি-৯০এস-এর চেয়ে অনেক ভালো। এগুলাও অন্য যে কোনও যানের মতো,’ বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছিলেন।

রোববার, যুক্তরাজ্য ইউক্রেনে ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ১১ জানুয়ারী, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছিলেন যে, ওয়ারশ ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্কগুলির একটি কোম্পানি পাঠাবে। ৬ জানুয়ারী, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে অন্যান্য জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ব্র্যাডলি সাঁজোয়া যান এবং অটোমেটিক হাউইটজার কামান।

এর আগে, জার্মানি মার্ডার সাঁজোয়া যান পাঠানোর অভিপ্রায় ঘোষণা করেছিল, যখন ফ্রান্স এমএক্স-১০ আরসি হালকা ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করেছে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন