শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াইশ বছর পর শেরপুর ডিসি লেকের খনন কাজ শুরু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪১ পিএম

শেরপুরের ঐতিহ্যবাহী ডিসি লেকের পূনঃখনন কাজ শুরু হয়েছে। আজ ১৭ জানুয়ারি দুপুর একটার সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার এ লেকের খনন কাজ উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ড এ খনন কাজ বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ ও জেবুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শাহজাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় আড়াইশ বছর আগে শেরপুরের নয়ানী জমিদার তার প্রসাদ ও রংমহলের চার পাশে লেক খনন করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে। পরবর্তীতে শেরপুর জেলা হওয়ার পর এ স্থানে জেলা প্রশাসক এবং জেলা জজ ও দায়রাজজ আদালতের ভবন নির্মাণ করে। এরপর থেকেই ঐতিহাসিক এ লেকটি ডিসি লেক নামে পরিচিত হয়ে আসছে। কিন্তু দীর্ঘ সময়েও এ লেকটি সংস্কার করা হয়নি। তাই সম্প্রতি জেলা প্রশাসকের প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা ব্যয়ে এ লেকটির খনন কাজের কার্যক্রম হাতে নেয়।

প্রেরকঃ মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি, তারিখঃ ১৭-০১-২০২৩ ইং।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন