শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথম সিনেমার মুক্তির পর দ্বিতীয় সিনেমার কাজ শুরু করবেন রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পাবে আগামী ৩ মার্চ। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুক্তি নিয়ে রোজিনা বলেন, ৩ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। তিনি বলেন, যে গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছি, সেখানে পুরো গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করিছ, দর্শক সিনেমাটি ভালভাবে গ্রহণ করবে। তিনি বলেন, আমার দর্শক তো আছেই, এর পাশাপাশি এ সময়ের অনেকেই ইউটিউবে আমাদের সময়ের সিনেমা দেখে আমাদের চেনে, জানে- এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি বলেন, অনেকদিন পর পর্দায় হাজির হচ্ছি। আমি নিজে অভিনয় করেছি, ইলিয়াস কাঞ্চন আছেন, নিরব, ¯পর্শিয়াসহ অনেক শিল্পী রয়েছে সিনেমাটিতে। এদিকে রোজিনা নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি জানান, নতুন একটি স্ক্রিপ্ট শেষ করেছি। এটি লিখেছেন ছটকু আহমেদ। গল্পের নাম দিয়েছি ‘এখনই সময়’। মূলত এটি যৌতুকবিরোধী একটি গল্প। ‘ফিরে দেখা’ সিনেমাটির মুক্তির পর নতুন সিনেমার কাজ ধরব। এদিকে, রোজিনা নিজের জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি মসজিদ নির্মাণ করেছেন। তুরস্কের নকশায় নির্মিত এ মসজিদটির নামকরণ করা হয়েছে রোজিনার মায়ের নামে (দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ)। তার পাশে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা করছেন তিনি। তিনি জানান, শিঘ্রই সেটিরও কাজ ধরব। তিনি বলেন, মরে গেলে কিছুতো থাকবে না। মানুষের জন্য কিছু করে গেলে সেটিই থেকে যাবে। তাই মানুষের জন্য কিছু করে যেতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)